নবী মুহাম্মাদ স.
মুহাম্মদ আব্দুর রহমান, যশোর
আরবের ঐ মরুর বুকে,
ফুটল যে ফুল।
সেই ফুলেরই রহমতে
সৃষ্টি সর্বকুল।
উভয় জগতের রহমত সেঁ, যেঁ,
নবী মুহাম্মদ (স.)।
শৈশব থেকেই একা তিঁনি,
মোরা তাঁর উম্মত,।
আমরা হলাম তাঁরই উম্মত।
স্থান মোদের উচ্চে
নবীকে ভালোবেসে মোরা
যাব যে জান্নাতে.।
উম্মতের জন্য কাঁদেন নবী
ঐ মদিনার মাটিতে
মোরা যদি নাই কাঁদি
সাফায়াত পাব কেমনে.?
0 মন্তব্যসমূহ