Header Ads Widget

ব্যথার বার্তা

প্রিয়তমা!🥀 আজ! বিষন্নতা কাটিয়ে উঠতে পেরেছো কী? দারুন বেমানান মানুষটাকে নিয়ে , দ্ধিদাগ্রস্থতা? আঁজলা ভরা প্রবঞ্চনা কি এখনো ও নিশ্চল? বিষাদ , বিরক্তি , রুষ্ট ভাব, নিরুদ্ধেগ কি আজঅবধি স্থির? ওই!🥀 কি ভাবছো? রেগে যাচ্ছো হু? বিরক্তি আসছে? ভাবছো! কেন কড়া নেড়েছি? প্রিয়তমা! 🥀 এটা ভেবো না! এক গুচ্ছ অবহেলা নিয়ে , প্রার্থনা করতে এসেছি? অথবা!! হৃদয়ে উদিত ব্যাথার বার্তা বিতরণ , করতে এসেছি। ওই!🥀 আজ! গভীর ভালোবেসেছি , আরও গভীর , আর! তুমি..!! অধিক ঠকিয়েছো , আরও অধিক। আমার হৃদয়ে গেঁথে গেছে গোপন, সেখানে দুঃখের , প্রবেশাধিকার নেই!! আর! তোমার হৃদয় হয়েছে শূন্যতা। মহাশূন্য। যেখানে সুখের প্রবেশাধিকার নেই। প্রিয়তমা!🥀 যদি কোনদিন কোন এক , অবহেলায় , এসে যায় তোমার স্বরণে , সযত্নে রাখিও প্রিয়া! এবং! একটু , আদর ভরিয়া দিও! কভু আসে যদি হিয়া। বিরাগী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Earn $5 daily without any westing time and investing