Header Ads Widget

মধ্যে রাতের চিঠি

চিঠিটি লেখা হয়েছিলো মধ্য রাতে শুধু তোমার জন্য ; চোখে বিস্নত উড়াজল কথা আর মন ভরতি বেদনা নিয়ে ;_ কথা ছিলো তুমি আমাকে আর কাছে ডাকবে না আমাকে বার বার বলবে না; চলো আমরা দূর অজান্তে কোথাও হারিয়ে যায় ; আর বলবে না হে প্রিয়তমা প্রিয় তোমার জীবনের প্রতিটি আলোয় আমায় দিও ঠাঁই;_ তবে কেন? কেন তুমি কথা রাখলে না_? তুমি আমাকে মাঝে মাঝে নয়! শয়নে স্বপনে সব সময় কাছে ডাকো আর বলো চলো না প্রিয়তমা প্রিয় আমরা একসাথে চাঁদের জোছনা বিলাই_ বেথা জাগ্রত হচ্ছে মনে, তাই আর তোমাকে মনে করলাম না; আমি তোমার প্রেমকে ঘৃণা করছি; তাই আর চিঠিটি পাঠালাম না তোমাকে মনকে আর বাঁধলাম না মায়ার বেড়াজালে _ তাই এই মধ্যে রাতের চিঠিটি রেখে গেলাম তোমার চরণে! জানি তুমি পাবে না,জানি তুমি বুঝবে না,মানবে না আমার এই কথা; এই বলে এখানেই জীবনের সোনার তৈরি টানছি ইতি; মনে যদি থাকে বিশ্বাস তবে নিয়োগে শত নিশ্বাস! কখনো সময় হলে খুলে দেখো খামটি, আমার লেখা এই মধ্যে রাতের চিঠিটি;_ কলমে উম্মে সোহাগী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Earn $5 daily without any westing time and investing