এসো বই পড়ি।
মুহাম্মাদ শামসুল হক, যশোর।
বইয়ের পৃষ্ঠায় আবদ্ধ থাকে হাজার বছরের সমুদ্র কল্লোল। বই অতীত আর বর্তমানের সেতু বন্ধন।বই জ্ঞানের আধার।একটা ভালো বই মানেই বিশস্ত বন্ধু। যুগে যুগে মানুষ বই পড়ে নিজেকে সমৃদ্ধ করে। বাড়িয়ে নেয় নিজের জ্ঞান ও অভিজ্ঞতার জগৎ। বই মানুষের মনের ভিতর থেকে কুসংস্কার দূর করে। অনেক গুলো আনন্দময় ভুবন তৈরি করতে পারে। সেই আনন্দময় ভুবনে বিচরণ করে বিভিন্ন জটিলতা থেকে মুক্তি পাওয়া যায়। বই পাঠকের জীবন সাথী। বই মানেই পাঠক , পাঠক মানেই বই। পাঠকের হৃদয় আর বইয়ের পাতা যেন একই বাঁধনে আবদ্ধ। বই যদি যুগ উপযোগী ও জ্ঞান সমৃদ্ধশীল হয় তাহলে পাঠককে পৌঁছে দেয় উন্নতি ও অগ্রগতির প্রশস্ত মহাসড়কে।আর যদি এর বিপরীত হয় তাহলে এই বই উপকারী হওয়ার পরিবর্তে পাঠকের মন মস্তিককে নিক্ষেপ করে নির্লজ্জতা ও বেহায়াপনার গভীর কূপে।
এই বই তুমি যে ভাবে আদর করে আপ্যায়িত করো আমি বইকে সেভাবে সম্মান করি না। বই নিয়ে তোমার মায়া কান্না আমার কাছে কেবলই লোক দেখানো মনে হয়। তোমার কাছে বই মানেই বিজয় , কান্না , শৌর্য লজ্জা ও পরাজয়ের দাস্তান।আমার কাছে বই মানেই শিক্ষা , আমার জ্ঞান প্রজ্ঞা বিজ্ঞানের হিরন্ময়। আমার বই কখনো মলিন হয়না। বই আমাকে ভবিষ্যতের সিঁড়ি দেখায়। প্রতিদিন এক এক দাস্তানে পা রেখে ভবিষ্যতের পথে এগিয়ে যায়। বই নিয়ে দুঃখবোধ করার বিলাসিতা আমার নেই।
যে বই তোমার চিন্তার সাগরকে পরাজিত ভাবতে শেখায় , সে বই তুমি কেন পড়বে? যে বই তোমাকে বিশ্বজয়ের মন্তরোনা দেয় না সেই বই কেন চোখে রাখবে? যে বই পাঠ করার পর তোমার হৃদয়ে বিজেতা হওয়ার প্রেরণা দেয় না সেই বইয়ের মূল কী?তাই বলছি তোমার কাছে বই মানেই কেবল বিনোদন টাইম পাস ও জ্ঞানের কিন্সিত খোরাক। আমার কাছে বই মানেই আমার অস্তিত্বের ভিত্তি।যে ভিত্তির উপর আমি দাঁড়িয়ে আছি। যার পাটাতনে দাঁড়িয়ে আমি নতজানু হতে কখনও শিখিনি।
তাই আসুন বই পড়ি।
জীবন গড়ি।
<script data-ad-client="ca-pub-9675219246105271" async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
0 মন্তব্যসমূহ