পরোপকার।
মুহাম্মাদ আব্দুর রহমান, যশোর।
স্রষ্টার সৃষ্টির সেবা,উপকারের
বিনিময় টা কেবলমাত্র স্রষ্টার
কাছেই চাওয়া, আশা করা
কিছুদিন আগের কথা,
শহরে গিয়েছিলাম কিছু বই আর নিত্যপ্রয়োজনী
আসবাবপত্র কেনার জন্য,
বাসায় ফেরার পথে মায়ের বয়সী এক মহিলা বাবা বাবা বলে ডাক দিলো আর বলতে লাগলো
বাবা একটা উপকার করবে, আমি বললাম জি বলেন, বলল বাবা আমার ছেলেটা ও মাদরাসায় পড়ে, আমি শহরে এসেছি,
আমার কিছু টাকা ঘাটতি পড়ে গেছে।
বাসায় ফেরার মত টাকা নেই কাছে।
তুমি তো আমার ছেলের মত
আমারে কিছু টাকা দিতে পারবে যেন বাসায় ফিরে যেতে পারি
মহিলাটিকে দেখে বেশ দরিদ্র লাগছিলো,
আমি সাথেসাথে কিছু টাকা তার হাতে তুলে দিলাম, তারপর তিনি
এত খুশি হলেন, আর একটা হাসি দিয়ে বললেন,দোয়া করি বাবা বড় হও আরও বড় হও।
কথাটি নিজের বড়ত্ব প্রকাশের জন্য নয় বরং আপনাদের উৎসহ দেওয়ার জন্য বললাম।
আমাদের সমাজে অনেকে আছে ধনী-টাকাওয়ালা কিন্তু দেওয়ার মন মানসিকতা নাই।
নিজেদের ভেতর দানের মন মানসিকতা তৈরি করতে হবে।
তাই আসুন অপরকে সাহায্য করি।
ইয়া রব আপনি আপনি সমস্ত মুসলিম ভাই বোন কে পরোপকারী হিসেবে কবুল করো
(আমিন.)
0 মন্তব্যসমূহ