মে দিবস(শ্রমিক দিবস
সভ্যতার বুকে দিবসের মূল্য অনেক।
হাজার হাজার বছর ধরে পৃথিবীর বুকে পালিত হয়ে আসছে বিভিন্ন দিবস। উল্লেখযোগ্য কোনো ঘটনা বা দিনকে কেন্দ্র করে আয়োজিত হয়ে আসছে বিভিন্ন আয়োজন।
দিবস যেন বিশ্ব সংস্কৃতির চির স্মারক।
জেগে ওঠার এক অনন্য প্রেরণা।
,
আজ বিশ্ব মে দিবস।
১৮ শ শতকের কথা। অমানবতাবাদের দূর্গন্ধে পৃথিবীর আকাশ দূষিত। শ্রমজীবী মানুষেরা পিষ্ট অমানবতার জাতাকলে। তাদের শ্রম-পুজি সব যেন বিষাক্ত সমাজের দূর্গন্ধে কোণঠাসা হয়ে পড়ে ছিলো।
১৮ শতকে এ নির্যাতন ক্রমেই যেনো বেড়ে গেলো।
বাড়তে থাকলো।
হঠাৎ একদিন 'শিকাগো'তে দাউদাউ করে জ্বলে উঠলো আন্দোলনের আগুন। হাজার হাজার শ্রমিক রাজপথে নেমে এলো অধিকার আদায়ের দাবিতে। দাবি ছিলো একটাই,
"আমাদের শ্রম কমাতে হবে, দিতে হবে তার ন্যায্য অধিকার"।
ভীত সন্ত্রস্ত সুবিদাবাদী ধণীদের বিষক্ত লালায় লেলিয়ে ওঠে সশস্ত্র বাহিনী। নির্বিচারে গুলি চালায়। ঝরে পড়ে ১১ টি তাজা প্রাণ।
সেই থেকে শহীদদের স্মরণ ও শ্রমসম্মানের দাবিতে পালিত হয়ে আসছে এ দিবস।
কিন্তু এখনো অপূর্ণই রয়ে গেছে তাদের সেই সম্মান তাদের সেই অধিকার।
এখনো তারা মরছে নির্মমভাবে।
সে দিনও রাজপথ তাদের রক্তে কেঁদে উঠেছিলো।
এ নির্মমতার অবসান হওয়া দরকার। আমাদের ভেতর তাদের প্রতি শ্রদ্ধা বোধ তৈরি করা দরকার।
আমাদের উদাসীনতা দূর করতে হবে। সংসদ কর্তৃক নির্ধারিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
ভালোবাসতে হবে তাদের। অধিকারের চেয়ে বেশি পূরণ করে মানবতার খাতায় নাম লেখাতে হবে।
,
শত বছর আগের সেই মহান বাণী আমাদের চেতনা-বোধকে যেন জাগ্রত করে রাখে।
"অধিনস্তদের ব্যপারে তোমরা সতর্ক থেকো!
তোমরা যা খাবে তাদেরও তাই খাওয়াবে, তোমরা যা পরবে তাদেরও তাই পরাবে।
শ্রমিকদের শরীরের ঘাম শুকানোর আগে তাদের ন্যায্যমূল্য আদায় করে দাও,,,,,"।।।
ইমাম হুসাইন।
১ মে ২০২১
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,!
0 মন্তব্যসমূহ