সর্ব ক্ষেত্রে "ডান"কে প্রাধান্য দেওয়া আমাদের নবীজি স. এর একটি বিশেষ সুন্নাহ।
আমাদের রাসূল স. চলার সময় ডান পা কে আগে ফেলতেন। ঘুমানোর সময় ডান পাশে কাত হয়ে ঘুমাতেন।
খাবার খেতেন ডান হাত দিয়ে।পান করতেনও ডান হাত দিয়ে।
মাথার চুল আঁচড়ানোর সময়ও ডান হাত দিয়ে ডান পাশ থেকে আঁচড়ানো শুরু করতেন।
'ল' শাস্ত্রের বিখ্যাত গ্রন্থ 'হিদায়া' এর মধ্যে আল্লামা মারগিনানী রহ. রাসূল স. এর উদৃত্তি দিয়ে বলেন রাসূল স. বলেছেন,
ان الله يحب التيامن في كل شيء حتى التنعل و الترجل.
"Allah likes the right in all matters, even combing hair and wearing shoes."
"আল্লাহ তায়ালা সকল বিষয়ে 'ডান'কেই পছন্দ করেন এমনকি চুল আঁচড়ানো ও জুতা পরিধানের ক্ষেত্রেও"
অবশ্য অনেক সময় আমরা ডান হাত ব্যবহারের ক্ষেত্রে নিরুপায় হয়ে যায়।
যেমন ধরুন, খাবার খাওয়ার সময় যখন আমরা পানি পান করি। তখন ডান হাতে লেগে থাকে খাবার। পান করার জন্য বাকি থাকে বাম হাতটাই।
এ পরিস্থিতিতে আমরা কী করতে পারি?
এ পরিস্থিতিতে আমরা এক ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি। আলহামদুলিল্লাহ আমরা অবশ্য অনেকেই পদ্ধতিটি সম্পর্কে অবগত এবং আমলেও অভ্যস্ত।
পদ্ধতিটি হলো,
খাবার খাওয়ার সময় যখন আমরা বাম হাত দিয়ে পানি পান করবো তখন ডান হাতের পৃষ্ঠদেশ পান পাত্রের নিচে মিলিয়ে ধরবো।
এতে করে আমরা অভদ্রতা থেকেও বাঁচতে পারবো এবং নবী স. এর সুন্নাতের উপরও আমল করতে পারবো।
ইমাম হুসাইন।
২১ এপ্রিল ২১
রাত ১১:১৫.
0 মন্তব্যসমূহ